—প্রতিনিধিত্বমূলক ছবি।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ কর্মসূচি চলাকালীনই বিষ খেয়ে আত্মঘাতী হলেন রেশম সিংহ নামে এক আন্দোলনকারী কৃষক। বৃহস্পতিবার পঞ্জাব এবং হরিয়ানার মাঝে অবস্থিত শম্ভু সীমানার ঘটনা। এই নিয়ে গত তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার কৃষক আত্মহত্যার ঘটনা ঘটল শম্ভু সীমানায়।
তরনতারন জেলার বাসিন্দা রেশম গত ১০ দিন ধরে আন্দোলনে যোগ দিয়েছিলেন। তবে এখনও পর্যন্ত কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কৃষকদের দাবি না মেনে নেওয়ায় এ দিন বিক্ষোভস্থলে ক্ষোভে ফেটে পড়ে প্রথমে প্রতিবাদ জানান এবং তার পরে বিষ খান রেশম। তাঁর আশেপাশে থাকা অন্য কৃষকেরা বাধা দেওয়ার সুযোগই পাননি। প্রায় সঙ্গে সঙ্গেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত রেশমকে পাটিয়ালার রাজিন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে কিসান মজদুর মোর্চার এক সদস্য সংবাদমাধ্যমকে জানান, তাঁর মৃত্যুর জন্য নরেন্দ্র মোদী সরকারকেই দায়ী করেছেন রেশম। কৃষকদের দাবি না মানার কারণেই তাঁর এমন পদক্ষেপ, মৃত্যুর আগে এমন কথাই বলেছিলেন তিনি, দাবি ওই সদস্যের।
প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারি থেকে মোদী সরকারের বিরুদ্ধে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি), পেনশনের ব্যবস্থা, কৃষিঋণ মকুব করা এবং বিদ্যুতের বিল না-বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবি নিয়ে সংযুক্ত কিসান মোর্চা (অরাজনৈতিক) এবং কিসান মজদুর মোর্চার আন্দোলন চলছে। মিছিল করে ‘দিল্লি-চলো’র মতো কর্মসূচির আয়োজন করা হলেও প্রসাশনের তরফে তা আটকে দেওয়া হয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে গত ১৮ ডিসেম্বর রনযোধ সিংহ নামে এক কৃষকও আত্মঘাতী হয়েছিলেন। একই দাবিতে গত ২৬ ডিসেম্বর থেকে আমরণ অনশন করছেন কৃষক নেতা জগজিৎ সিংহ ডল্লেওয়াল। তাঁর স্বাস্থ্য নিয়েও উদ্বিগ্ন কৃষকেরা।