বাবা ও মামাতো দাদাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য গোবিন্দের মেয়ের। ছবি: সংগৃহীত।
মামা-ভাগ্নে বিবাদ মিটেছে অবশেষে। বলিউডের অন্দরে গোবিন্দ ও তাঁর ভাগ্নে ক্রুষ্ণা অভিষেকের মতান্তর বহু বছর ধরে আলোচনার কেন্দ্রে। গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা ও ক্রুষ্ণা একাধিক বার বাগবিতণ্ডায় জড়িয়েছেন প্রকাশ্যে। দু’জনেই একে অপরকে পারিবারিক সম্পর্ক নষ্ট করার কারিগর হিসাবে দাগিয়েছেন। প্রকাশ্যে নেতিবাচক তকমা দিয়েছেন পরস্পরকে। প্রায় সাত বছর ধরে একে অপরকে নিয়ে নানা কথা বলেছেন। তবে কপিল শর্মার শোয়ে মামাকে জড়িয়ে ধরে নিমেষে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেন ভাগ্নে। এই ঘটনায় বিস্ফোরক মন্তব্য করে বসলেন গোবিন্দর মেয়ে টিনা আহুজা।
সম্প্রতি কলকাতা আসার পূর্বে নিজের বন্দুকের গুলিতে অসাবধানতাবশত আহত হন গোবিন্দ। হাসপাতালে অভিনেতাকে দেখতে যান ক্রুষ্ণা-পত্নী কাশ্মীরা শাহ। সেই পরিস্থিতিতে হাসপাতালে ছবিশিকারিদের ভিড় দেখে মেজাজও হারিয়েছিলেন অভিনেত্রী। তার পর পরই মামা-ভাগ্নের মিলন। এর পরই এক সাক্ষাৎকারে টিনা বলেন ‘‘ওদের মধ্যে বিষয়টা অত্যন্ত বিষিয়ে গিয়েছিল। আমি এ সবের থেকে নিজেকে দূরে রাখি। আমি দিদি আরতির সঙ্গে ওদের ঝামেলাটা নিয়ে কথা বলেছি। যদিও এখন দু’জনের মধ্যে সম্পর্ক ভাল। শ্রদ্ধার সম্পর্ক রয়েছে। বাকি ওরা নিজেদের জীবনে ব্যস্ত। আমিও আমার জীবন নিয়ে খুশি।’’