Naga-Sobhita Wedding First Look

শোভিতা-নাগার বিয়ের ছবি প্রকাশ্যে! বাবার পাশে ধুতি-পাঞ্জাবি-চাদরে বর, কনে কেমন সাজলেন?

হায়দরাবাদে চার হাত এক হল তেলুগু ছবির অভিনেতা নাগা চৈতন্য আক্কিনেনি এবং বলিউড এবং দক্ষিণী ছবির অভিনেত্রী শোভিতা ধূলিপালার। দু’জনেরই বিয়ের ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। অবশেষে সেই ছবি প্রকাশ্যে এল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ২১:০০
Share:

বাঁ দিকে, নাগা চৈতন্য আক্কিনেনি, মাঝে নাগার্জুন আক্কিনেনি, ডান দিকে শোভিতা ধূলিপালা। বুধবার বিয়ের পরের ছবি। ছবি: এক্স (সাবেক টুইটার)।

গত কয়েক মাসের সবচেয়ে আলোচিত বিয়ে সম্পন্ন হল। হায়দরাবাদে চার হাত এক হল তেলুগু ছবির অভিনেতা নাগা চৈতন্য আক্কিনেনি এবং বলিউড ও দক্ষিণী ছবির অভিনেত্রী শোভিতা ধূলিপালার। দু’জনেরই বিয়ের ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। অবশেষে সেই ছবি প্রকাশ্যে এল। হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিয়োর বিয়ের মণ্ডপে তোলা সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল সমাজ মাধ্যমে।

Advertisement

ছবিতে দেখা যাচ্ছে বাবা নাগার্জুন আক্কিনেনির পাশে বিয়ের পিঁড়িতে বসে আছেন নাগা চৈতন্য। তাঁর পরনে অফ হোয়াইট রঙের পাঞ্জাবি, লাল পাড় সাদা ধুতি এবং সোনালি পাড়ের লাল উড়নি।

ছবি: এক্স (সাবেক টুইটার)

চৈতন্যের সামনে দু’জন পুরোহিত মাইকে মন্ত্রোচ্চারণ করছেন। হবু বর মনসংযোগ করেছেন মন্ত্রে। পাশেই দাঁড়িয়ে অভিনেতার বাবা নাগার্জুন। ‘বরকর্তা’ হিসাবে ছেলের বিয়ের তত্ত্বাবধান করছেন তিনি। বিয়ের মণ্ডপের ছবিতে দেখা যাচ্ছে ফুলের সজ্জাও। কমলা, এবং সাদা ফুলে মণ্ডপ সাজানো হয়েছে নাগা-শোভিতার।

Advertisement

বিয়ের মন্ত্রোচ্চারণ চলছে। পিঁড়িতে বসে পাত্র নাগা চৈতন্য। তাঁর পাশেই দাঁড়িয়ে বাবা নাগার্জুন আক্কিনেনি। ছবি: সংগৃহীত।

অন্য ছবিটি শোভিতার। সেখানে শোভিতাকে দেখা যাচ্ছে সোনালি রঙের দক্ষিণী কাঞ্জিভরম শাড়িতে। অভিনেত্রীর অনুরাগীরা বরাবর বলে এসেছেন শোভিতাকে সোনালি রঙের শাড়িতে সবচেয়ে সুন্দর লাগে। অভিনেত্রী নিজেও সে কথা জানেন না, তা নয়। বিয়ের দিনের জন্য সেরা সাজটিই বেছে নেন পাত্রী। শোভিতাও ব্যতিক্রম নন। বিয়ের শাড়ি হিসাবে তাই তাঁকে যে রঙে সেরা দেখায়, সেই রঙটিই বেছে নিয়েছেন।

ছবি: এক্স (সাবেক টুইটার)

সঙ্গে মাথায় চওড়া সোনার মাথাপট্টি , হাতে কয়েক গাছা চুড়ি, এখটি বালা এবং গলায় ভারী সোনার অলঙ্কার পরেছেন শোভিতা। অন্ধ্রপ্রদেশের কন্যা তিনি। তাঁর বিয়ের বাকি অনুষ্ঠানেও তিনি অন্ধ্রপ্রদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী শাড়ি পরেছেন। অন্যান্য তারকারা যেমন বিয়ের অনুষ্ঠানে দেশের নামী পোশাক শিল্পীদের নকশা করা শাড়ি বা পোশাক পরেন, শোভিতা তা করেননি। বদলে তিনি বেছে নিয়েছেন দেশের তাঁতীদের হাতে বোনা শাড়ি।

বিয়ের সাজেও ঐতিহ্যকে গুরুত্ব দিয়েছেন শোভিতা ধূলিপালা। ছবি: সংগৃহীত।

বিয়ের দিনেও সেই একই ধারা বজায় রেখে কাঞ্জিভরম শাড়ি পরেছেন শোভিতা। আর শাড়ি পরেছেন পাট দিয়ে কুঁচি করে। তেলুগু সংস্কৃতি ঠিক যে ভাবে বিয়ের দিন সাজেন কনেরা, সেভাবেই শোভিতাও হাতে পরেছেন বাজুবন্ধ, কোমরে কোমরবন্ধ এবং কপালে পরেছেন বাশিকম (হলুদ সুতোয় বাঁধা সোনার লকেট, নাগার কপালেও বাঁধা ছিল ওই হলুদ সুতোর অলঙ্কার)।

নাগা এবং শোভিতার বিয়ের ছবি এক্স (সাবেক টুইটার)-এ ভাগ করে নিয়েছেন অভিনেতা নাগার্জুন। নবদম্পতিকে আশীর্বাদ করে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement