ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।
রাজ্য সরকারি দফতরে কর্মখালি। পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের তরফে পরামর্শদাতা (কনসালট্যান্ট) পদে কর্মী নিয়োগ করা হবে। ওই কাজের জন্য এক জনকে নিয়োগ করা হবে। মোট এক বছরের চুক্তিতে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে।
সংশ্লিষ্ট পদে বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে সেলস বা মার্কেটিং সাপোর্ট বিভাগে সাত বছর কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
নিযুক্ত ব্যক্তির বাংলা এবং ইংরেজি ভাষায় সাবলীল হওয়া প্রয়োজন। পাশাপাশি, কাজের জন্য বিভিন্ন জায়গায় ১০-১৫দিনের জন্য ভ্রমণ করতে হতে পারে। তবে, নিযুক্তকে প্রতি মাসে কত টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে, সে সম্পর্কে সংস্থার তরফে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২৯ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন, কম্পিউটার টেস্টের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।