অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)। ছবি: সংগৃহীত।
অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি) চিকিৎসক নিয়োগ করবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগ হবে প্রতিষ্ঠানের ভুবনেশ্বর দফতরে। শূন্যপদ একটি। সংশ্লিষ্ট চিকিৎসককে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার হিসাবে কাজ করতে হবে।
ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি থাকলে উল্লিখিত পদে কাজের সুযোগ মিলবে। তবে, একই সঙ্গে ডক্টর অফ মেডিসিন (এমডি) বা মাস্টার অফ সার্জারি (এমএস) ডিগ্রিও থাকা প্রয়োজন। কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
সংশ্লিষ্ট কাজে নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৫০ হাজার পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তাঁকে ৩০ জুন, ২০২৬ পর্যন্ত চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
২৫ অক্টোবর প্রতিষ্ঠানের ভুবনেশ্বরের ঠিকানায় সকাল আটটা থেকে বেলা দশটা পর্যন্ত আগ্রহীরা নাম নথিভুক্তকরণের সুযোগ পাবেন। এর পরে ওই দিনই ইন্টারভিউ নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।