মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ছবি: সংগৃহীত।
রাজ্যের সরকারি হাসপাতালে চাকরির সুযোগ। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য দেওয়া হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, মালদহ মেডিক্যাল কলেজে সিনিয়র রেসিডেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ সাত।
ওই কাজের জন্য জেনারেল সার্জারি, অর্থোপেডিক্স, অ্যানাস্থেশিয়োলজি, জেনারেল মেডিসিন, রেডিয়োলজি এবং অপথালমোলজি— উল্লিখিত বিষয়গুলির মধ্যে যে কোনও একটিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তবে তাঁদের ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল বা অন্য কোনও রাজ্যের মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকা আবশ্যক।
কাজের জন্য এক বছরের চুক্তিতে বহাল থাকতে হবে। তবে, স্থানীয় ভাষায় সাবলীল হলে এবং কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার পাওয়া যাবে। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।
এ ক্ষেত্রে সরাসরি জীবনপঞ্জি-সহ আনুষঙ্গিক নথি নিয়ে মালদহ মেডিক্যাল কলেজে উপস্থিত থাকতে হবে। ১৭ ডিসেম্বর ইন্টারভিউয়ের দিন ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে আরও তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।