সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালায়েড ফাইবারস। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থায় ইয়ং প্রফেশনাল নিয়োগ করা হবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর)-এর অধীনস্থ সংস্থায় ওই পদে কর্মী প্রয়োজন। রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যারাকপুরের সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালায়েড ফাইবারস-এর একটি গবেষণা প্রকল্পে একটি মাত্র শূন্যপদ রয়েছে।
ইয়ং প্রফেশনাল পদের জন্য জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, এগ্রিকালচার, বায়োকেমিস্ট্রি— উল্লিখিত বিষয়ের মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতককে বেছে নেওয়া হবে। তাঁর ফাইবার বা প্লান্টের কেমিক্যাল অ্যানালিসিস করার পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তির বয়স ২১ থেকে ৪৫ বছর হওয়া প্রয়োজন। কাজের জন্য তাঁকে প্রতি মাসে পারিশ্রমিক বাবদ ৩০ হাজার টাকা দেওয়া হবে। প্রাথমিক ভাবে মোট এক বছরের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। তবে, কাজের নিরিখে ওই মেয়াদ আরও দু’বছরের জন্য বৃদ্ধি করা হতে পারে।
আগ্রহীদের ইমেল মারফত আবেদন জমা দিতে হবে। এর জন্য আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং আনুষঙ্গিক নথি পাঠানো আবশ্যক। আবেদনের শেষ দিন ২৪ ডিসেম্বর। বাছাই করা প্রার্থীদের ২৭ ডিসেম্বর ব্যারাকপুরের দফতরে ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।