Apprenticeship Recruitment 2024

ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকদের প্রশিক্ষণের সুযোগ ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডে, রইল আবেদনের খুঁটিনাটি

ইঞ্জিনিয়ারদের বিভিন্ন ট্রেডে শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁদের প্রতি মাসে ভাতা হিসাবে ১৭,৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৫
Share:

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, বেঙ্গালুরু। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে প্রশিক্ষণ নিতে পারবেন স্নাতকরা। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড দিচ্ছে সেই সুযোগ। সংস্থার তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৬৭টি পদে ইঞ্জিনিয়ারদের শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে নিয়োগ করা হবে। নিযুক্তদের উত্তরপ্রদেশে সংস্থার গাজিয়াবাদ দফতরে কাজ করতে হবে। তবে উল্লিখিত পদে নিয়োগ এবং আবেদন সংক্রান্ত বিষয়ে রয়েছে বেশ কিছু শর্ত।

Advertisement

ইঞ্জিনিয়ারিংয়ের ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল শাখার স্নাতকদের নিয়োগ করা হবে শিক্ষানবিশ হিসেবে। পদের নিরিখে অনূর্ধ্ব ২৫ বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবেন।

নিযুক্তদের এক বছরের চুক্তিতে কাজের প্রশিক্ষণে বহাল থাকতে হবে। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের জন্য ১৭,৫০০ টাকা পর্যন্ত মাসিক ভাতা হিসাবে বরাদ্দ করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর এবং ৩১ ডিসেম্বর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement

আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে থাকতে হবে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথিও। আবেদনের শেষ দিন ২৫ ডিসেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement