ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, কলকাতা। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগ করা হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির কলকাতা কেন্দ্রে রিসেপশনিস্ট, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং গেস্ট ফ্যাকাল্টি প্রয়োজন।
যোগ্যতা:
যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা রিসেপশনিস্ট পদের জন্য আবেদনের সুযোগ পাবেন। তবে, ইংরেজি মাধ্যমে দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন, এমন স্নাতককে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বাংলার সঙ্গে ইংরেজি এবং হিন্দি ভাষায় সাবলীল হওয়া প্রয়োজন।
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। ইন্টারনেট অফ থিংস (আইওটি), এইচটিটিপি-র জ্ঞান এবং সেন্সর ইন্টিগ্রেশন, ডেটা ট্রান্সমিশন সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
গেস্ট ফ্যাকাল্টি হিসাবে বাণিজ্য, হিসাবশাস্ত্র, ফিনান্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। তাঁদের ন্যূনতম তিন বছরের ট্যালি ফর অ্যাকাউন্টিং, বুক কিপিং, জাভা প্রোগ্রামিং, হাইবারনেট, সাইবার সিকিউরিটি সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বেতন:
বেতন বা পারিশ্রমিক সম্পর্কে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কোনও তথ্য দেওয়া হয়নি।
আবেদনের পদ্ধতি:
অনলাইনে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া ইমেল আইডিতে জীবনপঞ্জি, শংসাপত্র-সহ আনুষঙ্গিক নথি জমা দিতে হবে।
ওই পদে আবেদন পাঠানোর শেষ দিন ৬ ফেব্রুয়ারি। নিয়োগ পদ্ধতি কিংবা পদ সংক্রান্ত বিষয়ে আরও তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।