Teaching Jobs

বিভিন্ন বিভাগে ২০০-র বেশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রয়োজন, বিজ্ঞপ্তি প্রকাশ ইএসআইসি-র

আবেদনের সঙ্গে ৫০০ টাকার ডিমান্ড ড্রাফট জমা দিতে হবে। ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৪:৪৯
Share:

এমপ্লয়িজ় স্টেট ইনসিয়োরেন্স কর্পোরেশন। ছবি: সংগৃহীত।

মাস্টার অফ মেডিসিন (এমডি) বা সমতুল্য ডিগ্রিধারীদের জন্য সুখবর। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধীনস্থ কর্মচারী রাজ্য বিমা নিগম তথা এমপ্লয়িজ় স্টেট ইনসিয়োরেন্স কর্পোরেশন (ইএসআইসি) অধীনস্থ মেডিক্যাল কলেজ এবং পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চে অধ্যাপনার জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রয়োজন। এই পদে অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা আবেদন জানাতে পারবেন।

Advertisement

এমডি ডিগ্রি ছাড়া যে সমস্ত ডিগ্রি থাকলে সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করা যাবে, সেগুলি হল— মাস্টার অফ সার্জারি (এমএস), ডিপ্লোম্যাট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) এবং মাস্টার অফ ডেন্টাল সার্জারি (এমডিএস)। এ ছাড়াও আবেদনকারীদের অন্তত তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। মোট শূন্যপদ ২৮৭।

নিযুক্তদের অ্যানাটমি, ডেন্টিস্ট্রি, ফরেন্সিক মেডিসিন, জেনারেল সার্জারি-সহ মোট ২৫টি বিভাগে অধ্যাপনা করতে হবে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৬৭,৭০০ টাকা থেকে ২,০৮,৭০০ টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement

সংশ্লিষ্ট পদে সরাসরি কর্মীদের নিয়োগ করা হবে। উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের আবেদনপত্র জমা নেওয়া হবে ডাকযোগে। আবেদনের শেষ দিন ৩১ জানুয়ারি। সংশ্লিষ্ট বিভাগে নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে জানতে প্রার্থীরা ওয়েবসাইট দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement