HPCL Recruitment 2025

২৩৪ জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ করবে হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড

প্রতি মাসে ৩০,০০০ টাকা -১,২০,০০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৪:৫৫
Share:

হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। ছবি: সংগৃহীত।

ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করবে হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র এগজ়িকিউটিভ পদে কর্মীদের নিয়োগ করা হবে। শূন্যপদ ২৩৪।

Advertisement

এই পদে মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। তবে, ডিপ্লোমার পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। আবেদনকারীদের বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে।

প্রার্থীদের কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি), গ্রুপ ডিসকাশন, স্কিল টেস্ট, পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। প্রতি মাসে ৩০,০০০ টাকা -১,২০,০০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে। প্রতিষ্ঠানের যে কোনও শাখায় নিযুক্তদের কর্মস্থল হতে পারে।

Advertisement

প্রাথমিক ভাবে এক বছরের প্রবেশনে কাজ করতে হবে। এর পরে প্রতিষ্ঠানের নিয়মানুসারে পদোন্নতি হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আবেদনমূল্য ১,০০০ টাকা। আবেদনের শেষ দিন ১৪ ফেব্রুয়ারি। আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement