ইউবিআই। সংগৃহীত ছবি।
কেন্দ্রীয় সরকার অধীনস্থ ইউনিয়ন ব্যাঙ্ক ইন্ডিয়া (ইউবিআই)-য় একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এমনটা জানিয়ে ব্যাঙ্কের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, দেশের বিভিন্ন রাজ্যে নিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হবে। এর জন্য অনলাইনেই সম্পন্ন হবে সমগ্র আবেদন প্রক্রিয়া। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
ব্যাঙ্কে নিয়োগ হবে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে। মোট শূন্যপদের সংখ্যা ২,৬৯১। নিযুক্তদের কর্মস্থল হবে পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা, পঞ্জাব-সহ অন্যান্য রাজ্যে। নিযুক্তদের প্রশিক্ষণ চলবে এক বছর ধরে। তাঁদের প্রতি মাসে বৃত্তি বাবদ ১৫,০০০ টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
শিক্ষানবিশ পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। এ ছাড়া, তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হওয়াও জরুরি।
সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে অনলাইন পরীক্ষা, স্থানীয় ভাষায় পারদর্শিতা এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে। অনলাইন পরীক্ষার আয়োজন করা হবে দেশের বিভিন্ন রাজ্যের পরীক্ষাকেন্দ্রে।
এর জন্য আগ্রহীদের প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এর পর ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ৪০০/ ৬০০ টাকা এবং ৮০০ টাকা। আগামী ৫ মার্চ আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।