WBCHSE Syllabus 2025

উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে যুক্ত আরও এক নয়া বিষয়, বিজ্ঞপ্তি শিক্ষা সংসদের

এ ছাড়া, চলতি বছরে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন-সহ অন্যান্য বিষয়ের পাঠ্যক্রমেও আমূল পরিবর্তন আনা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৯
Share:
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে যুক্ত হল আরও একটি নতুন বিষয়। ২০২৫-’২৬ শিক্ষাবর্ষের জন্য অন্যান্য যুগোপযোগী বিষয়ের সঙ্গে পড়ানো হবে ফিশারিজ় অ্যান্ড অ্যাকোয়াকালচার বা মৎস্য ও জলজ প্রাণী চাষ। একাদশ-দ্বাদশ শ্রেণিতে মোট যে পাঁচটি বিষয় চালু করা হবে তা নিয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

Advertisement

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন এই পাঁচটি বিষয় হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিশারিজ় অ্যান্ড অ্যাকোয়াকালচার, বিজ়নেস ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স এবং বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্সেস।

একই সঙ্গে নয়া বিজ্ঞপ্তিতে কোন স্কুলে এই নতুন বিষয়গুলি পড়ানো যাবে, তা সবিস্তার জানানো হয়েছে। যে সমস্ত স্কুল বায়োলজিক্যাল সায়েন্স বিষয়টি পড়ায়, তারা তাদের স্কুলে ফিশারিজ় অ্যান্ড অ্যাকোয়াকালচার পড়ানো যাবে। যে শিক্ষকরা বায়োলজিক্যাল সায়েন্স পড়ানোর জন্য স্থায়ী ভাবে নিযুক্ত, তাঁরা নয়া বিষয়টি স্কুলে পড়াতে পারবেন।

Advertisement

২০২৩-’২৪ শিক্ষাবর্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সায়েন্সের মতো বিষয়গুলি উচ্চ মাধ্যমিকে আলাদা ভাবে চালু করা হয়। চলতি শিক্ষাবর্ষ থেকে এটি একটি মাত্র বিষয় হিসাবেই সমস্ত স্কুলে পড়াতে হবে।

এ ছাড়া, চলতি বছরে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন-সহ অন্যান্য বিষয়ের পাঠ্যক্রমেও আমূল পরিবর্তন আনা হয়েছে। যেমন—আগে কম্পিউটারের যে বিষয়গুলি একসময় ব্যবহৃত হত, (ডিস্ক অপারেটিং সিস্টেম (ডস) বা অন্যান্য অ্যাপ্লিকেশনগুলি), সেগুলি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত ছিল। এর পর বর্তমান সময়ে কম্পিউটারের যে বিষয়গুলি বহুল ব্যবহৃত, সেগুলি পাঠ্যক্রমে রাখা হয়। তবে এর ফলে কম্পিউটার অ্যাপ্লিকেশনের পাঠ্যক্রমটি বেশ কঠিন এবং জটিল হয়ে যায়। সমস্যার সম্মুখীন হয় কলা এবং বাণিজ্য শাখার পড়ুয়ারা। পড়ুয়াদের কথা ভেবে তাই পরিবর্তন করা হয় পাঠ্যক্রম। বিষয়টি যাতে সময়োপযোগী, তথ্যসমৃদ্ধ হওয়ার পাশাপাশি সরলীকৃত হয়, সে দিকে বিশেষ নজর দেয় শিক্ষা সংসদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement