পাওয়ারগ্রিড। সংগৃহীত ছবি।
রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে কর্মখালি। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, সংস্থায় বিভিন্ন এগজ়িকিউটিভ পদে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে। এর জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় নিয়োগ হবে ম্যানেজার (ইলেক্ট্রিক্যাল), ডেপুটি ম্যানেজার (ইলেক্ট্রিক্যাল) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইলেক্ট্রিক্যাল) পদে। মোট শূন্যপদের সংখ্যা ১১৫।
ম্যানেজার (ইলেক্ট্রিক্যাল), ডেপুটি ম্যানেজার (ইলেক্ট্রিক্যাল) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইলেক্ট্রিক্যাল) পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে যথাক্রমে ৩৯ বছর, ৩৬ বছর এবং ৩৩ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। ম্যানেজার (ইলেক্ট্রিক্যাল), ডেপুটি ম্যানেজার (ইলেক্ট্রিক্যাল) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইলেক্ট্রিক্যাল) পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে যথাক্রমে ৮০,০০০-২,২০,০০০ টাকা, ৭০,০০০-২,০০,০০০ টাকা, ৬০,০০০-১,৮০,০০০ টাকা।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইলেক্ট্রিক্যাল) পদে আবেদন জানানোর জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যালে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে বিই/ বিটেক/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) নিয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া, তাঁদের চার বছর কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।
সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য প্রার্থীদের নথি যাচাই এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। আবেদনের জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি জমা দিতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ৫০০ টাকা। আগামী ১২ মার্চ আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।