উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষণামূলক কাজের সুযোগ। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে এক প্রকল্পের জন্য এই নিয়োগ। গবেষণার কাজে নির্ধারিত মেয়াদের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না।
বিশ্ববিদ্যালয়ের টি সায়েন্স বা চা বিজ্ঞান বিভাগে গবেষণার কাজ হবে। প্রকল্পটির নাম—’ডেভেলপমেন্ট অফ মার্কারি বায়োরেমেডিয়েশন সলিউশন্স বেসড অ্যারাউন্ড হাইলি টলারেন্ট ব্যাকটেরিয়া ফ্রম দার্জিলিং হিলস’। এটি রাজ্য সরকারের সায়েন্স, টেকনোলজি ও বায়োটেকনোলজি বিভাগ (ডব্লিউবিডিএসটিবিটি)।
প্রকল্পটিতে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে তিন বছর। জেআরএফ পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তিতে কোনও বয়ঃসীমা বা নিযুক্ত ব্যক্তির সাম্মানিকের পরিমাণ জানানো হয়নি।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের চা বিজ্ঞান/ উদ্ভিদবিদ্যা/ মাইক্রোবায়োলজি/ বায়োটেকনোলজি/ জীবনবিজ্ঞানে স্নাতকোত্তর হতে হবে। মাইক্রোবায়োলজি নিয়ে গবেষণার কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগামী ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ শুরু দুপুর ১২টা থেকে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।