প্রতীকী চিত্র।
শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পোর্টের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পোর্টের কলকাতা ডক সিস্টেমে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া।
পোর্টের কলকাতা ডক সিস্টেমের মেরিন বিভাগের জন্য এই নিয়োগ। সেখানে ড্রেজার অ্যান্ড ডেসপ্যাচ সার্ভিসের জন্য সেকেন্ড অফিসার পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ দু’টি। সংশ্লিষ্ট পদে তিন বছরের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আবেদনকারীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৫৭,০০০ টাকা। এ ছাড়া অন্যান্য সুযোগসুবিধাও মিলবে।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সেকেন্ড মেট এফজি (ফরেন গোয়িং শিপ) বা ড্রেজ মেট গ্রেড ১-এর কোর্স সম্পূর্ণ করার শংসাপত্র অথবা নটিক্যাল সায়েন্সে বিএসসি ডিগ্রি থাকতে হবে। প্রয়োজন এক বছরের পেশাদারি অভিজ্ঞতার। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠি ধার্য করা হয়েছে।
এর জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আগামী ২৬ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এই বিষয়ে আরও জানতে পোর্টের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।