রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। মাইক্রবায়োলজি বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) দ্বারা স্পনসর প্রোজেক্টে কাজ করতে হবে জেআরএফ-কে। আবেদনকারীকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। প্রথমে ছ’মাসের জন্য থাকবে কাজের মেয়াদ। তবে প্রোজেক্টের প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়তে পারে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে দেওয়া মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। প্রতি মাসে জেআরএফ ফেলোশিপ বাবদ পাবেন ৩১ হাজার টাকা।
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে যেতে হবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সরাসরি জমা দিতে হবে। তবে, মেল করলেও চলবে। ২৫ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেলে ইন্টারভিউয়ের জন্য বাছাই করা প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।