ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এ কর্মী প্রয়োজন। ওই সংস্থার ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের নাগপুর দফতরে কর্মখালি রয়েছে। সংশ্লিষ্ট সংস্থার একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দু’জন কর্মীকে ওই কাজের জন্য নিয়োগ করা হবে।
উল্লিখিত কাজে রসায়ন বা এনভায়রনমেন্টাল সায়েন্সের মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তাঁদের ফিল্ড ওয়ার্ক, ডেটা কালেকশন, স্যাম্পল অ্যানালিসিস, ডেটা কম্পাইলেশনের মতো কাজে দক্ষ হওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট কাজের জন্য অনূর্ধ্ব ৩৫ বছর বয়সি ব্যক্তির আবেদন গ্রহণ করা হবে।
নিযুক্তদের ৩১ হাজার টাকা পারিশ্রমিকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ চলবে। প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে।
১২ ডিসেম্বরের মধ্যে জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি অনলাইন পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে। বাছাই করা প্রার্থীরা ইমেল মারফত ইন্টারভিউয়ের সমস্ত তথ্য পেয়ে যাবেন। সংশ্লিষ্ট পদে নিয়োগ সংক্রান্ত আর কী কী শর্ত রয়েছে, সেই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।