BEL Recruitment 2024

ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডে ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি

ট্রেনি ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হবে সংস্থায়। এই কাজে প্রতি মাসে ৩০ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৬:১৩
Share:

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, বেঙ্গালুরু। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সংস্থায় চাকরি খুঁজছেন? কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড দিচ্ছে সেই সুযোগ। সংস্থার তরফে প্রকাশিত একটি নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৪৮টি পদে ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। নিযুক্তদের কাজ করতে হবে গাজ়িয়াবাদের ইউনিটে। উল্লিখিত পদে নিয়োগ এবং আবেদন সংক্রান্ত বিষয়ে বেশ কিছু শর্ত রয়েছে।

Advertisement

কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি শাখায় স্নাতকদের নিয়োগ করা হবে। পদের নিরিখে ২৮ থেকে ৩২ বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাঁদের ট্রেনি ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে কাজ করতে হবে।

নিযুক্তদের তিন বছরের চুক্তিতে কাজ করতে হবে। এ ক্ষেত্রে তাঁদের জাভা, সি++, অ্যালগোরিদম এম ডেভেলপমেন্ট, পাইথন নিয়ে কাজের দক্ষতা থাকা আবশ্যক। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের ৩০,০০০ থেকে ৫৫,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতন হিসাবে দেওয়া হবে।

Advertisement

আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথিও থাকা দরকার। আবেদনমূল্য ৪৭২ টাকা। আবেদনের শেষ দিন ১১ ডিসেম্বর। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement