ICAI and CBSE MoU Sign

পড়ুয়াদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সিবিএসই-র সঙ্গে মউ স্বাক্ষর করল আইসিএআই

আইসিএআই-এর তরফে পাঠ্যক্রম এবং পাঠক্রম সংক্রান্ত বিষয়ে সিবিএসই-কে বিশেষজ্ঞের পরামর্শ দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৬:৩৭
Share:

চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএআই-এর সেক্রেটারি জয় কুমার বত্রা, সিবিএসই-র চেয়ারম্যান রাহুল সিংহ-সহ অন্যান্য আধিকারিকরা। ছবি: সংগৃহীত।

পড়ুয়াদের অ্যাকাউন্টিং এডুকেশন এবং অন্যান্য বিষয়ে দক্ষ করে তুলতে মউ স্বাক্ষরিত হল। এই চুক্তি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র ডিপার্টমেন্ট অফ স্কিল এডুকেশন এবং দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই)-এর মধ্যে স্বাক্ষরিত হয়েছে। ২১ নভেম্বর ভুবনেশ্বরে এই চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন আইসিএআই-এর সেক্রেটারি জয় কুমার বত্রা, সিবিএসই-র চেয়ারম্যান রাহুল সিংহ-সহ অন্যান্য আধিকারিকরা।

Advertisement

এই অনুষ্ঠান থেকে ঘোষণা করা হয়, সংশ্লিষ্ট চুক্তি স্বাক্ষরের মাধ্যমেই সিবিএসই-র প্রশিক্ষণ শিবির এবং কর্মশালায় আইসিএআই-ও যোগদান করবে। তবে যোগদানের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিশেষজ্ঞেরা পাঠক্রম এবং পাঠ্যক্রমের বিষয়বস্তু, কেরিয়ার গাইডেন্স, ট্রেনিং মডিউল সম্পর্কিত বিষয়েও মতামত পেশ করবেন। প্রয়োজনে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।

এই চুক্তি স্বাক্ষরের বিষয়ে আইসিএআই-এর প্রেসিডেন্ট রঞ্জিত কুমার আগরওয়াল বলেন, “সিবিএসই-র সঙ্গে মউ স্বাক্ষর দেশের পড়ুয়াদের দক্ষতা বৃদ্ধির যথাযথ পরিবেশ তৈরি করতে আরও বেশি সাহায্য করবে। বাণিজ্য নির্ভর বিষয়গুলিকে প্রশিক্ষণমূলক কোর্সের মাধ্যমে ‘ইন্ডাস্ট্রি রেডি’ করে তুলবে এবং অ্যাকাউন্ট্যান্সি ও ফিন্যান্স শাখায় পেশাদারদের সংখ্যা আরও বৃদ্ধি করবে,এমনটাই আমরা আশা রাখছি।”

Advertisement

তবে শুধু পড়ুয়াদেরই নয়, আইসিএআই-এর প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, শিক্ষক-শিক্ষিকা এবং ম্যানেজমেন্ট আধিকারিকদেরও যৌথ ভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্সের ক্লাসের পাশাপাশি, ব্যাঙ্কিং, ফিন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড ইন্সিয়োরেন্স সেক্টরের জন্য হাতেকলমে কাজ শেখানো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement