অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। ছবি: সংগৃহীত।
অবসরপ্রাপ্ত ব্যক্তিদের পরামর্শদাতা পদে নিয়োগ করা হবে। অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)-র অসমের ওয়েল সার্ভিসেসে ওই পদে কর্মী প্রয়োজন। মোট চার জনকে নিয়োগ করা হবে।
কারা আবেদন করতে পারবেন?
অ্যাসোসিয়েট কনসালট্যান্ট কিংবা জুনিয়র কনসালট্যান্ট হিসাবে অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। আবেদনকারীদের বয়স ৬৩ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
নিয়োগ সংক্রান্ত শর্তাবলি:
প্রাথমিক ভাবে এক বছরের জন্য এই নিয়োগ। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে যোগ্যতা যাচাই করা হতে পারে। এর জন্য বাছাই করা প্রার্থীদের সঙ্গে ইমেল মারফত যোগাযোগ করা হবে।
কাজের জন্য প্রতি মাসে ৪০ হাজার টাকা থেকে শুরু করে ৬৬ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদনপত্রের সঙ্গে ছবি, জন্মের প্রমাণপত্র, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র আপলোড করা বাঞ্ছনীয়। প্রশিক্ষণের জন্য ১৬ ডিসেম্বর বিকেল ৪টে পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। প্রশিক্ষণ সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।