Skill Development Courses

দক্ষতা বাড়াতে একাধিক কোর্স, বিজ্ঞান শাখার পড়ুয়ারা কী ভাবে আবেদন করবেন?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে স্নাতক এবং স্নাতকোত্তরদের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের জন্য বিভিন্ন ধরনের কোর্স করানো হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৮
Share:

প্রতীকী চিত্র।

বিজ্ঞান শাখায় স্নাতক স্তরে পাঠরত কিংবা স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন পড়ুয়াদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁদের গবেষণাগার কিংবা অন্যান্য ক্ষেত্রে কাজের জন্য ওই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির তরফে ১৪টি বিশেষ কোর্স করানো হবে। ওই কোর্সগুলি কেমিক্যাল এবং বায়োলজিক্যাল সায়েন্সে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন পড়ুয়ারা করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্রের ‘স্কিল ইন্ডিয়া’ মিশনের অধীনে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়াদের পেশাদারি দক্ষতা বাড়াতে মোট ১৪টি বিষয়ে ‘স্কিল ডেভেলপমেন্ট কোর্স’ করানো হবে। এ ছাড়াও যাঁরা ইতিমধ্যেই বিজ্ঞান শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, তাঁরা উল্লিখিত কোর্সের জন্য় আবেদন করতে পারবেন।

‘ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, অ্যান্ড প্যাথোলজি টেকনিকস ফর বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশনস’, ‘অ্যাডভান্সড বায়োইনফরমেটিক্স’, ‘হাই-এন্ড ইকুইপমেন্টস ফর ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনস-ফ্লো সিটোমেট্রি’, ‘এনএমআর স্পেকট্রোস্কপি’, ‘রিয়্যাল টাইম আরটি-পিসিআর’, ‘লিকুইড ক্রোমাটোগ্রাফি - মাস স্পেকট্রোমেট্রি’, ইত্যাদি বিষয়ে কোর্স করানো হবে।

Advertisement

সংশ্লিষ্ট কোর্সগুলির মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে হাতেকলমে কাজ শেখানো হবে। এ ছাড়াও পড়ুয়ারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরির বিশেষজ্ঞদের কাছে প্রশিক্ষণ নিতে পারবেন। প্রশিক্ষণের পাশাপাশি, অংশগ্রহণকারীদের কাছে মূল্যায়নের জন্য পরীক্ষা দেওয়ারও সুযোগ থাকবে।

এ ক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য মোট দু’সপ্তাহের জন্য ক্লাস করতে হবে। তবে ‘রিয়্যাল টাইম আরটি-পিসিআর’ কোর্সটির ক্ষেত্রে এক সপ্তাহ সময়সীমার মধ্যে ক্লাস সম্পূর্ণ করার কথা বলা হয়েছে। ৬ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ক্লাস নেওয়া হবে। কোর্সের ভিত্তিতে ৫,০০০ - ৬,০০০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে।

আগ্রহীরা ২ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কোর্সে ভর্তি হওয়ার আবেদন জানাতে পারবেন। বাছাই করা প্রার্থীরা ৩১ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত কোর্স ফি জমা দেওয়া সুযোগ পাবেন। এই বিষয়ে আরও তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement