শনিবারের নীতি আয়োগের বৈঠকে উঠে এসেছে নানা মুহূর্তের ছবি। মুখ্যমন্ত্রীদের সঙ্গে খোশমেজাজে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা তো বটেই, বৈঠকে উপস্থিত ছিলেন অবিজেপি শাসিত রাজ্যের বেশ কয়েক জন মুখ্যমন্ত্রীও।
ক্রিকেটার শুভমন গিল কেমন, তা ক্রিকেট বিশ্ব জেনে গিয়েছে আগেই। ক্রিকেট নিয়ে সব সময় সতর্ক, সচেতন থাকতে ভালবাসেন। এ বার অধিনায়ক শুভমনের পরীক্ষা।
টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। ইংল্যান্ড সিরিজ়ে তাই নতুন অধিনায়কের অধীনে নামতে হবে ভারতীয় বোর্ডকে। সেই অধিনায়কের নাম ঘোষণা করে দিল বোর্ড।
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এ বার গোল্ডেন ডোম নামের একটি হাতিয়ার তৈরির ছাড়পত্র দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজ়রায়েলি আয়রন ডোম এবং ভারতের ‘সুদর্শন চক্র’র থেকে এটি কতটা শক্তিশালী? এই প্রশ্নে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে তরজা।
আরএসএসের সহযোগী হিসেবে শিক্ষানীতি এবং শিক্ষাব্যবস্থা নিয়ে সারা বছর কাজ করে যে সংগঠন, সেই ভারতীয় শিক্ষণ মণ্ডলের (বিএসএম) সর্বভারতীয় সংগঠন সম্পাদক বিআর শঙ্করানন্দের কথায় স্পষ্ট ইঙ্গিত ইতিহাসের পাঠ্যক্রমে বদল আনার। অহল্যাবাইদের গুরুত্ব সেখানে বাড়তে চলেছে।
“আমি ওঁকে বাংলা শিখতে সাহায্য করতাম। ভীষণ মনোযোগী ছিলেন। সমানে আমার সঙ্গে আউড়ে নিজের উচ্চারণ শুধরে নিতে চেষ্টা করতেন।”
লিচুর যেমন অনেক গুণ, তেমনই খারাপ দিকও রয়েছে। লিচুর টক্সিন মস্তিষ্কে চলে গেলে জ্বর, খিঁচুনি, মস্তিষ্কে প্রদাহ, পেটের সংক্রমণ হতে পারে। তাই লিচু কী ভাবে খাবেন ও কখন খাবেন, তা জেনে নেওয়া ভাল।
রাষ্ট্রশক্তির ক্ষমতা প্রয়োগ করে, লোভ দেখিয়ে আর ভয় দেখিয়ে হয়তো চটজলদি সমর্থন আদায়ের পথ সহজ। কিন্তু তাতে নাগরিকের সঙ্গে নির্বাচিত সরকারের দূরত্ব ক্রমশ বাড়ে।
কোনও পুলিশকর্মী বিক্ষোভ সামলানোর নামে আন্দোলনকারীর হাত কামড়ে আসেন। কিংবা চাকরিহারা শিক্ষকের বুকে বুট ঘষে দেন।
কাঞ্ছা গাচিবোলি। হায়দরাবাদ ইউনিভার্সিটি লাগোয়া এই ৪০০ একরের জমিখণ্ডটি নিয়ে গত মার্চ-এপ্রিল জুড়ে চলেছে লড়াই।
পরাগমিলন না হলে আমরা খেতে পাব না। ফলন কমবে। জিনিসপত্রের দাম বাড়বে ও পৃথিবী জুড়ে খাদ্যসঙ্কট দেখা দেবে।
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy