WB Govt Job Recruitment 2025

মালদহ মেডিক্যাল কলেজে কর্মখালি, যোগ্যতা যাচাই ইন্টারভিউয়ের মাধ্যমে

হাসপাতালের জেনারেল সার্জারি, রেডিয়োলজি, পেডিয়াট্রিক্স এবং ডার্মাটোলজি বিভাগে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১৭:৫৮
Share:

মালদহ মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল। সংগৃহীত ছবি।

মালদহ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে চাকরির সুযোগ। এই মর্মে হাসপাতাল এবং রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, হাসপাতালের কয়েকটি বিভাগে চিকিৎসক নিয়োগ করা হবে। নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

নিয়োগ হবে জুনিয়র রেসিডেন্ট পদে। শূন্যপদের সংখ্যা আট। হাসপাতালের জেনারেল সার্জারি, রেডিয়োলজি, পেডিয়াট্রিক্স এবং ডার্মাটোলজি বিভাগে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে।

সিনিয়র রেসিডেন্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। আবেদনকারীদের পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল/ কোনও রাজ্যের মেডিক্যাল কাউন্সিল/ মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল প্রদত্ত রেজিস্ট্রেশন থাকাও জরুরি।

Advertisement

আগামী ১৪ জানুয়ারি মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দুপুর ১টা থেকে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে দুপুর সাড়ে ১২টার মধ্যে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement