রাইটস লিমিটেড। সংগৃহীত ছবি।
সিভিল ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ দেবে রাইটস লিমিটেড। সম্প্রতি কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থার তরফে এই মর্মে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থায় কর্মীদের চুক্তির ভিত্তিতে নির্দিষ্ট মেয়াদের জন্য নিয়োগ করা হবে। এর জন্য সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।
সংস্থায় নিয়োগ হবে ডেপুটি জেনারেল ম্যানেজার (ট্রান্সপোর্ট প্ল্যানিং-ফ্রাইট মডেলার), জয়েন্ট জেনারেল ম্যানেজার (টানেল কন্সট্রাকশন এক্সপার্ট), ডেপুটি জেনারেল ম্যানেজার (অ্যালাইনমেন্ট এক্সপার্ট-ইয়ার্ড স্পেশালিস্ট), ম্যানেজার (ট্রান্সপোর্ট প্ল্যানিং-লজিস্টিস্ক এক্সপার্ট) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ট্রান্সপোর্ট প্ল্যানিং)। শূন্যপদ ছ’টি। চুক্তিভিত্তিক এই পদে প্রথমে এক বছরের জন্য বহাল রাখা হবে। এর পরে সংস্থার প্রয়োজন এবং নিযুক্তের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
বিভিন্ন পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৪০ বা ৫০ বছর। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। পদের ভিত্তিতে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৪০,০০০-১,৪০,০০০ টাকা থেকে শুরু করে ৮০,০০০-২,২০,০০০ টাকা।
জয়েন্ট জেনারেল ম্যানেজার (টানেল কন্সট্রাকশন এক্সপার্ট) পদে আবেদনের জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি, টানেল কনস্ট্রাকশন সুপারভিশন ও ম্যানেজমেন্টে ১২ বছরের পেশাদারি অভিজ্ঞতাও জরুরি। একই ভাবে অন্য পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য পূরণ করে আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ৩০০ এবং ৬০০ টাকা। আগামী ২ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পরে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।