মালবীয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিত। ছবি: সংগৃহীত।
জয়পুরের মালবীয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
স্টুডেন্ট কাউন্সেলর/ সাইকোথেরাপিস্ট নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রথমে এক বছর থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৬০ হাজার টাকা। সপ্তাহে ছ’দিন কাজ করতে হবে চার ঘণ্টা করে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মনোবিজ্ঞান/ মনোবিদ্যায় স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার। যদি সমতূল্য কোনও যোগ্যতা থাকে তা হলেও আবেদন করা যাবে। কাউন্সেলিংয়ে অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার। পাশাপাশি, সংশ্লিষ্ট বিভাগে কেন্দ্র অথবা রাজ্য সরকার অধীনস্থ কোনও সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীরাও আবেদন করতে পারবেন।
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে জয়পুরের মালবীয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে যেতে হবে ‘রিক্রুটমেন্ট’-এ। সেখান থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি মেল করতে হবে। ২১ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে জয়পুরের মালবীয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ওয়েবসাইটটি দেখতে পারেন।