10th pass govt job

উত্তর ২৪ পরগনায় কর্মখালি, মাধ্যমিক উত্তীর্ণরাও পাবেন কাজের সুযোগ

কাউন্সিলর এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কর্মী প্রয়োজন। ওই কাজে মাসে ১৩,৫০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ১৬:১৬
Share:

প্রতীকী চিত্র।

উত্তর ২৪ পরগনায় কর্মখালি। জেলার ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার বিভাগের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাতে বলা হয়েছে,জুভেনাইল জাস্টিস বোর্ডে কাউন্সেলর এবং লোয়ার ডিভিশন ক্লার্ক প্রয়োজন। ওই পদে মোট দু’জনকে নিয়োগ করা হবে।

Advertisement

আবেদনকারীদের যোগ্যতা:

১. কাউন্সেলর হিসাবে মনোবিদ্যায় স্নাতক, ২১ থেকে ৪০ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন।

Advertisement

২. লোয়ার ডিভিশন ক্লার্ক পদে মাধ্যমিক উত্তীর্ণদের আবেদন গ্রহণ করা হবে। এই কাজে ২১ থেকে ৪০ বছর বয়সিরা আবেদনপত্র জমা দিতে পারবেন।

উভয় পদের ক্ষেত্রে কম্পিউটারে কাজের দক্ষতা থাকা আবশ্যক। মাসিক পারিশ্রমিক হিসাবে ১৩,৫০০ টাকা ধার্য করা হয়েছে।

লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে। পরীক্ষায় বাংলা, ইংরেজি, পাটিগণিত, শিশু বিকাশ ও সমাজকল্যাণ এবং জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে প্রশ্ন করা হবে।

আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনের পোর্টাল ১৩ অগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চালু রাখা হবে। ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্ত আনুষঙ্গিক নথি পাঠাতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement