ইন্ডিয়া পোস্ট। ছবি: সংগৃহীত।
ভারতীয় ডাকবিভাগে কর্মখালি। এই মর্মে সদ্যই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, ১০ জন ব্যক্তি স্কিলড আর্টিসান হিসাবে কাজের সুযোগ পাবেন।
কোন কোন ট্রেডে কাজ করতে হবে?
মেকানিক, ইলেক্ট্রিশিয়ান, টায়ারমেন, ব্ল্যাকস্মিথ এবং কারপেন্টার হিসাবে কর্মী নিয়োগ করা হবে।
কারা আবেদন করতে পারবেন?
অষ্টম শ্রেণি উত্তীর্ণরা এই কাজের জন্য আবেদন করতে পারবেন। তবে তাঁদের উল্লিখিত ট্রেডে কেন্দ্র স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র থাকতে হবে। মেকানিক পদে আবেদনকারীদের ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।
শর্তাবলি:
১. মোট এক বছরের চুক্তিতে কাজ করতে হবে।
২. মাসে ১৯,৯০০ টাকা - ৬৩,২০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক দেওয়া হবে।
৩. ১৮ থেকে ৩০ বছর বয়সিরা কাজ করতে পারবেন।
৪. আবেদনমূল্য হিসাবে ১০০ টাকা জমা দিতে হবে।
৫. কম্পিটিটিভ ট্রেড টেস্টের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
ডাকযোগে আবেদনপত্র নেওয়া হবে ৩০ অগস্ট পর্যন্ত। আবেদনের জন্য বয়স এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) বা সমতুল কোনও শংসাপত্রের মতো নথি জমা দিতে হবে। আরও তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।