ছবি: সংগৃহীত।
ন্য়াশনাল ইনস্টিটিউট অফ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (এনআইইএলআইটি)-তে কর্মখালি। এই মর্মে সদ্যই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, চুক্তির ভিত্তিতে দু’জন মাল্টি-টাস্কিং স্টাফ নিয়োগ করা হবে।
ওই কাজের জন্য উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে মাল্টি-টাস্কিং স্টাফ কিংবা ওই ধরনের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
মোট দু’বছরের চুক্তিতে ওই কাজে নিযুক্তদের বহাল রাখা হবে। কাজের চাহিদার নিরিখে পদের মেয়াদ বৃদ্ধি হতে পারে। নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে ২৫ হাজার টাকা বেতন হিসাবে দেওয়া হবে। আবেদনমূল্য হিসাবে ৫৯০ টাকা ধার্য করা হয়েছে।
ইমেল মারফত আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্যের রসিদ-সহ অন্যান্য নথি ২৯ অগস্টের মধ্যে জমা দিতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।