ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। ছবি: সংগৃহীত।
কলকাতার রাজ্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মখালি। ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতার একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, এন্ডোক্রিনোলজি বিভাগের একটি প্রকল্পে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট কাজে জন্য লাইফ সায়েন্সেস শাখার যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট হিসাবে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক।
নিযুক্তকে প্রতি মাসে ২৮ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। পাশাপাশি, তাঁর কিডনি সংক্রান্ত রোগ নিয়ে আগে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তবে কত দিনের চুক্তিতে ওই পদে নিয়োগ করা হবে, এই বিষয়ে কোনও তথ্য বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি।
এই পদে কাজ করতে আগ্রহীদের আলাদা করে আবেদন জমা দিতে হবে। তাঁদের সরাসরি বিজ্ঞপ্তিতে প্রকাশিত ফর্ম পূরণ করে তার সঙ্গেই শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনে অভিজ্ঞতার শংসাপত্র ইমেল মারফত জমা দিতে বলা হয়েছে। আবেদন নেওয়া হবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এই মর্মে আরও তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।