ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। ছবি: সংগৃহীত।
নির্দিষ্ট সময়ের চুক্তিতে চাকরির সুযোগ। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইপার) কলকাতায় ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার এবং পারচেজ় অফিসার প্রয়োজন। ওই পদের জন্য নির্দিষ্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তি এবং স্নাতকেরা আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ দু’টি।
ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার পদে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে নিয়োগ করা হবে। তবে এ ক্ষেত্রে তাঁর রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারি দফতরে অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। ফিন্যান্স বিষয়ে এমবিএ থাকলে, নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে। মাসে বেতন হিসাবে ৭০ হাজার টাকা থেকে ৯০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
পারচেজ় অফিসার পদে অন্তত ১০ বছর কেন্দ্র বা রাজ্য সরকারি সংস্থায় কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে ওই ব্যক্তির যে কোনও বিষয়ে স্নাতক হওয়া আবশ্যক। প্রতি মাসে বেতন হিসাবে ৫০ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। অনূর্ধ্ব ৬২ বছর বয়সিরা সংশ্লিষ্ট পদের জন্য আবেদনের সুযোগ পাবেন।
আগ্রহীদের ইমেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। এর সঙ্গেই জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি পাঠানো প্রয়োজন। ২৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।