ছবি: সংগৃহীত।
ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি প্রাপ্ত ব্যক্তিদের জন্য ইন্টার্নশিপের সুযোগ। এ ক্ষেত্রে বিদেশ থেকে যাঁরা এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন, এবং ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েটস এগজ়ামিনেশন (এফএমজিই) উত্তীর্ণ হয়েছেন, এমন প্রার্থীরাই এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।
রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ ট্রেনিং শাখার তরফে জানানো হয়েছে, এর জন্য ১৯ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ রয়েছে। তবে, যাঁরা এমবিবিএস-এর সমতুল্য ডিগ্রি অর্জন করেছেন, তাঁরাও এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।
স্বাস্থ্য ভবনের তরফে এ-ও জানানো হয়েছে, রাজ্যের সরকারি এবং বেসরকারি মেডিক্যাল কলেজে সেই সমস্ত প্রার্থীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে, যাঁদের এই রাজ্যের ডোমিসাইল শংসাপত্র রয়েছে। নন-ডোমিসাইল প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র বেসরকারি মেডিক্যাল কলেজে প্রশিক্ষণের সুযোগ থাকবে।
যে সমস্ত কলেজে ইন্টার্নশিপের সুযোগ মিলবে—
১. মহারাজা জিতেন্দ্র নারায়ণ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (সরকারি)
২. দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (সরকারি)
৩. রায়গঞ্জ মেডিক্যাল কলেজ (সরকারি)
৪. প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (সরকারি)
৬. ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (সরকারি)
৭. শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ (বেসরকারি)
২২ জানুয়ারি বাছাই করা প্রার্থীদের নাম প্রকাশিত হবে। তাঁদের কোন মেডিক্যাল কলেজে কাজ করতে হবে, সেই তালিকা প্রকাশিত হবে ২৭ জানুয়ারি। তালিকাটি ২৮ জানুয়ারি ওয়েবসাইট থেকেও দেখা যাবে। নথি এবং তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হবে ৩১ জানুয়ারির মধ্যে।
এমবিবিএস বা সমতুল্য ডিগ্রি প্রাপ্তির শংসাপত্র, এফএমজিই উত্তীর্ণ হওয়ার শংসাপত্র, সচিত্র পরিচয়পত্র— এই তিনটি নথি ব্যতীত আবেদন বা তথ্য যাচাই প্রক্রিয়া অসম্পূর্ণ থাকবে। তাই সংশ্লিষ্ট নথি সঙ্গে রাখা আবশ্যক। অনলাইনে কী ভাবে আবেদন জানাতে হবে, তার জন্য রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।