Summer Internship for Engineers

গরমের ছুটিতে ইন্টার্নশিপের সুযোগ, কেন্দ্র-অধীনস্থ প্রতিষ্ঠান দেবে প্রশিক্ষণও

ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক স্তরের পড়ুয়ারা এই ইন্টার্নশিপের সুযোগ পাবেন। মেধার ভিত্তিতে পড়ুয়াদের বেছে নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১৪:০৭
Share:

সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

গরমের ছুটিতে ইঞ্জিনিয়ারিং শাখায় পাঠরতদের ইন্টার্নশিপ করার সুযোগ। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ প্রতিষ্ঠানের তরফে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্র অধীনস্থ সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই)-এর তরফে স্বল্প সময়ের মধ্যে ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে পাঠরত পড়ুয়াদের ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ষষ্ঠ সিমেস্টার সম্পূর্ণ হয়েছে, স্নাতক স্তরে পাঠরত এমন পড়ুয়ারা এই ইন্টার্নশিপের সুযোগ পাবেন। তাঁদের উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন এবং সিমেস্টার সিস্টেমের পরীক্ষায় ন্যূনতম ৭.৫ সিজিপিএ থাকা আবশ্যক।

এগ্রিকালচারাল, সিভিল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, মেকাট্রনিক্স, বায়োটেকনোলজি, বায়োকেমিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস, ম্যানুফ্যাকচারিং, মেটালার্জি অ্যান্ড মেটিরিয়ালস, কেমিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং শাখায় পাঠরত পড়ুয়ারা আবেদন করতে পারবেন।

Advertisement

প্রসঙ্গত সিএমইআরআই-এর তরফে জানানো হয়েছে, এই ইন্টার্নশিপটি চার থেকে আট সপ্তাহের মধ্যে সম্পূর্ণ হবে। চলতি বছরের মে থেকে জুলাই মাস পর্যন্ত চলবে প্রশিক্ষণ। দুর্গাপুরের ক্যাম্পাসে ক্লাস করানো হবে, তাই অংশগ্রহণকারীদের সেখানে থাকার ব্যবস্থা করে নিতে হবে।

ইন্টার্নশিপের জন্য প্রতিষ্ঠানের স্কিল অ্যান্ড ইনোভেশন প্রোমোশন গ্রুপের শীর্ষ আধিকারিকের কাছে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ৩১ মে, ২০২৫। বাছাই করা প্রার্থীদের নাম প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই মর্মে আরও তথ্য জেনে নিতে হলে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement