উদুপি কোচিন শিপইয়ার্ড লিমিটেড। ছবি: সংগৃহীত।
উদুপি কোচিন শিপইয়ার্ড লিমিটেডে কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে মোট সাত জনকে নিয়োগ করা হবে। মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হয়েছেন, কিংবা ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা এই প্রশিক্ষণ নিতে পারবেন।
এ ক্ষেত্রে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। প্রশিক্ষণ চলাকালীন ১০ হাজার ২০০ টাকা থেকে ১২ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। ২০২০ থেকে ২০২৪ শিক্ষাবর্ষে যাঁরা উল্লিখিত বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন বা ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, তাঁরাই শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণ নিতে পারবেন।
যাঁরা এর আগে অন্য কোনও সংস্থায় শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণ নিয়েছেন, তাঁরা এ ক্ষেত্রে আবেদনের সুযোগ পাবেন না। মোট এক বছরের জন্য এই প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ চলাকালীন ১০ হাজার ২০০ টাকা থেকে ১২ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
৩০ জানুয়ারি পর্যন্ত আবেদনপত্র পাঠানো যাবে। নিযুক্তদের কর্মস্থল হবে কর্নাটকের মালপে-র দফতরে। কী ভাবে আবেদন করবেন, কী কী নথি প্রয়োজন, এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।