প্রতীকী চিত্র।
ভুটানের উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে শিক্ষক প্রয়োজন। এই মর্মে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অধীনস্থ সংস্থা এডুকেশনাল কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, গণিত, রসায়ন এবং কম্পিউটার সায়েন্স বিষয়ে পঠনপাঠনের জন্য শিক্ষক নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৩১।
প্রাথমিক ভাবে দু’বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। পরবর্তীতে কাজের ভিত্তিতে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। উল্লিখিত পদে এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে, যাঁদের গণিত, রসায়ন এবং কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে স্নাতকোত্তর যোগ্যতা এবং ব্যাচেলর অফ এডুকেশন (বিএড) ডিগ্রি রয়েছে।
এ ছাড়াও প্রার্থীদের অন্তত পাঁচ বছর নবম থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষকতার অভিজ্ঞতা থাকা আবশ্যক। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনার অভিজ্ঞতাসম্পন্নরাও আবেদনের সুযোগ পাবেন। তবে এ ক্ষেত্রেও স্কুলে পাঠদানের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। ইংরেজিতে সাবলীল হতে হবে। অনূর্ধ্ব ৫৫ বছর বয়সিরা এই পদে আবেদন করতে পারবেন।
এই কাজে প্রতি মাসে ১,৪০,০০০ টাকা বেতন হিসাবে বরাদ্দ করা হয়েছে। ভুটান সরকারের তরফে নিযুক্তদের কাজের অনুমতি সংক্রান্ত বিষয়গুলির তত্ত্বাবধান করা হবে। চাহিদা অনুযায়ী ওই দেশের বিভিন্ন অঞ্চলের স্কুলে তাঁদের কাজে বহাল রাখা হবে।
অনলাইনে প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। তবে, বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর থাকা আবশ্যক। বাছাই করা প্রার্থীদের ভুটানে ইন্টারভিউয়ের জন্য যেতে হবে। শুধুমাত্র প্রার্থীর যাতায়াতের দায়ভার ওই দেশের সরকার বহন করবে। আগ্রহীদের পাসপোর্ট থাকা আবশ্যক। আবেদনের শেষ দিন ১৪ জানুয়ারি। আরও জানতে এডুকেশনাল কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।