ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা ছবি: সংগৃহীত
স্নাতকোত্তীর্ণ এবং পিএইডি ডিগ্রি প্রাপ্তদের জন্য সুখবর। কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের কলকাতার দফতরে নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং রিসার্চঅ্যাসোসিয়েট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানের দ্য সেন্টার ফর ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ় বিভাগের গবেষনা প্রকল্পের জন্য প্রার্থী প্রয়োজন। এই প্রকল্পে ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যালস এবং ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র তরফে অনুদান দেওয়া হবে। প্রকল্পটির নাম ‘সেন্টার ফর দ্য মেরিন থেরাপিউটিকস (সিএমটি)’।
কারা আবেদন করতে পারবেন?
রিসার্চ অ্যাসোসিয়েট পদে বিজ্ঞানে পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত এবং ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর ব্যক্তিদের নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন।
প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে ন্যাচরাল, এগ্রিকালচার সায়েন্সে স্নাতকোত্তর, টেকনোলজি/ ইঞ্জিনিয়ারিং/ মেডিসিন বিষয়ে স্নাতক ডিগ্রি প্রাপ্ত পড়ুয়ারা আবেদন করতে পারবেন। শূন্যপদ একটি। অনূর্ধ্ব ৩৫ বছর বয়সি প্রার্থীদের আবেদন গৃহীত হবে।
দক্ষতা এবং অভিজ্ঞতা:
রিসার্চ অ্যাসোসিয়েট পদে আবেদনকারীদের তিন বছর গবেষনামূলক কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
প্রার্থীদের সমুদ্রতট থেকে মাইক্রোবস, বায়োটোপসের নমুনা সংগ্রহ করার প্রামাণ্য অভিজ্ঞতা থাকলে প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে অগ্রাধিকার দেওয়া হবে।
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীদের বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়া নিয়ম অনুযায়ী আবেদনপত্র-সহ সমস্ত প্রয়োজনীয় নথিই মেল করে পাঠাতে হবে।
কী ভাবে নিয়োগ করা হবে?
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই দু’টি পদে নিয়োগ করা হবে।
বেতন:
রিসার্চ অ্যাসোসিয়েট পদে নির্বাচিত প্রার্থীদের মাসে ৮৩ হাজার টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসেবে মাসে ৩৮ হাজার ৪৪০ টাকা বেতন পাবেন।
উল্লিখিত পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে ১২ জুলাই, ২০২৩-এ। নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।