ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চে রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্যাথোলজিতে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত বিষয় নিয়ে।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশয়ান নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ১৫টি। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টকে প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩৫,৪০০ টাকা থেকে ১,১২৪০০ টাকা। আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয়ে বা মেডিক্যাল ল্যাবোরেটরি টেকনোলজি বিভাগে স্নাতক হতে হবে। টেকনিশয়ান পদে বেতন দেওয়া হবে ১৯, ৯০০ টাকা থেকে ৬৩, ২০০ টাকা পর্যন্ত। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জনাতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্যাথোলজির ওয়েবসাইটে যেতে হবে। অথবা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ওয়েবসাইটে গেলেও দেখা যাবে বিজ্ঞপ্তিটি। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, আবেদনমূল্যও জমা দেওয়া দরকার। ৪ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ওয়েবসাইটটি দেখতে পারেন।