যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
মানবাধিকার বিষয়ে পড়ার সুযোগ দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।
হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটিজ় এডুকেশন পড়াবে বিশ্ববিদ্যালয়। এটি একটি স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স। বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনস বিভাগের অধীনে পড়ানো হবে এই কোর্স। এক বছর মেয়াদ কোর্সটির। মোট আসন সংখ্যা রয়েছে ৪০টি। যদি কেউ ভর্তি হতে চান, তাঁকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। কোর্সটি করতে হলে মোট ৮ হাজার টাকা জমা দিতে হবে কোর্সমূল্য হিসাবে। যদিও এর সঙ্গে জিএসটি যোগ করা হবে। ভর্তি হতে গেলে প্রথমে আবেদনপত্র জমা দিতে হবে। এর পর ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে উত্তীর্ণরা মেধাতালিকা অনুযায়ী ভর্তি হতে পারবেন।
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ১০ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৪ অগস্ট ইন্টারভিউয়ের জন্য বাছাই করা প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হবে। ২১ এবং ২২ অগস্ট ইন্টারভিউ হবে।
এর পর অফলাইনে ক্লাস শুরু হবে। সপ্তাহে সোম, বুধ, শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ক্লাস হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।