সিআইপিইটি। ছবি: সংগৃহীত।
সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (সিআইপিইটি)-তে রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্লেসমেন্ট কনসালট্যান্ট পদে নিয়োগ করা হবে। প্রতিটি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। একটি করে শূন্যপদ রয়েছে। অর্থাৎ মোট তিনটি শূন্যপদ রয়েছে। রসায়ন এবং পলিমার সায়েন্স বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হবে। তাঁকে প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩৫ থেকে ৪০ হাজার টাকা। প্রার্থীর বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া দরকার। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া দরকার। পাশাপাশি, আগে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। লেকচারার পদে প্রতি মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা এবং অ্যাসিস্ট্যান্ট প্লেসমেন্ট কনসালট্যান্ট পদে বেতন দেওয়া হবে ৩৫ হাজার টাকা। প্রতিটি পদে আবেদনের জন্য বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দেওয়া দরকার। ২৪ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটটি দেখতে পারেন।