Businessman Death

ব্যবসায়ীর নগ্ন দেহ উদ্ধার লখনউয়ের হোটেলে! বান্ধবীর সঙ্গে এসেছিলেন দু’দিন আগেই

লখনউয়ের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) পঙ্কজ সিংহ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ব্যবসায়ীর শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪
Share:

ব্যবসায়ীর দেহ উদ্ধার হোটেলে। প্রতীকী ছবি।

লখনউয়ের একটি হোটেল থেকে বেঙ্গালুরুর এক ব্যবসায়ীর নগ্ন দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম নীলেশ ভান্ডারি। সোমবার হোটেলের ঘর থেকে রহস্যজনক ভাবে তাঁর দেহ উদ্ধার হয়। আদতে রাজস্থানের বাসিন্দা নীলেশ। কর্মসূত্রে থাকতেন বেঙ্গালুরুতে।

Advertisement

হোটেল কর্তৃপক্ষের দাবি, দু’দিন আগেই এক মহিলার সঙ্গে হোটেলে ওঠেন নীলেশ। সোমবার রাতে নীলেশের ঘরে হোটেলের এক কর্মী ঢুকতেই তাঁকে নগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনিই প্রথমে ম্যানেজারকে জানান। তার পর পুলিশেও খবর দেওয়া হয়। যে মহিলার সঙ্গে নীলেশকে দেখা গিয়েছিল, সেই মহিলাও বেপাত্তা। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

লখনউয়ের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) পঙ্কজ সিংহ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ব্যবসায়ীর শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। তা হলে কী ভাবে মৃত্যু হল, তা নিয়েই সন্দেহ তৈরি হয়েছে। এডিসিপি জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই ব্যবসায়ীর মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

Advertisement

তবে নীলেশের সঙ্গে যে মহিলাকে দেখা গিয়েছিল তিনি কে? সেই রহস্যময়ী কোথায়, এই উত্তরের খোঁজ করছে পুলিশ। এডিসিপি জানিয়েছেন, নীলেশের পরিবারকে তাঁর মৃত্যু সম্পর্কে জানানো হয়েছে। তবে নীলেশের মৃত্যুতে ওই মহিলার কোনও হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে মহিলাকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement