Kalyani University Admission 2025

সেরামিকের জিনিস বানিয়ে তাক লাগাতে চান? কোর্স করাবে কল্যাণী বিশ্ববিদ্যালয়

ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি মাসে। সপ্তাহে দু’দিন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের চারুকলা ভবন কমপ্লেক্সে কোর্সের ক্লাস হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৭:৩৯
Share:
Kalyani University

কল্যাণী বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

সেরামিক দিয়ে কী ভাবে জিনিস বানানো যায়, সেই নিয়ে একটি কোর্স করাবে নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই মর্মে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের তরফে এই স্বল্পমেয়াদি কোর্সের আয়োজন করা হবে। এর জন্য ইতিমধ্যেই অনলাইন বা অফলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্সের অধীনস্থ ভিস্যুয়াল আর্টস বিভাগ ‘সেরামিক ডিজ়াইন’-এর এই কোর্স আয়োজনের দায়িত্বে রয়েছে। এটি এক বছরের একটি সার্টিফিকেট কোর্স। চলতি শিক্ষাবর্ষের জন্য এই কোর্সে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি মাসে। সপ্তাহে দু’দিন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের চারুকলা ভবন কমপ্লেক্সে কোর্সের ক্লাস হবে। কোর্স ফি-র পরিমাণ ৬,০০০ টাকা।

যে কোনও ব্যক্তিই এই পাঠক্রমে ভর্তি হতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের তরফে যোগ্যতার কোনও মাপকাঠি বা বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়নি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ৩০টি শূন্য আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। যার মধ্যে সরকার নির্ধারিত নিয়ম মেনে কিছু আসন সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য রাখা হবে।

Advertisement

আগ্রহীদের আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানা বা মেল আইডিতে পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ২৫ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পরে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। ইন্টারভিউ হবে আগামী ৩০ জানুয়ারি দুপুর ১টায়। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement