ICMR Jobs

কলকাতার রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজের সুযোগ, কারা আবেদন করবেন?

জুনিয়র কনসালট্যান্ট পদে কাজের জন্য অনূর্ধ্ব ৪৫ বছর বয়সিদের আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪৬
Share:

প্রতীকী চিত্র।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) অধীনস্থ সংস্থায় কর্মী প্রয়োজন। কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাক্টেরিয়াল ইনফেকশন (সাবেক নাইসেড)-এর জুনিয়র কনসাল্ট্যান্ট নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য দেওয়া হয়েছে। শূন্যপদ রয়েছে দু’টি।

Advertisement

এই কাজে পাবলিক হেলথ, ডেমোগ্রাফি, সোশ্যাল সায়েন্স, এনভায়রমেন্টাল সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তবে এর জন্য এইচআইভি, পাবলিক হেলথ বিভাগে আগে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

এই পদে অনূর্ধ্ব ৪৫ বছর বয়সি ব্যক্তিদের নিয়োগ করা হবে। নিযুক্তরা দৈনিক ৩,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত চু্ক্তির ভিত্তিতে তাঁদের কাজ করতে হবে।

Advertisement

আগ্রহীদের সরাসরি সংস্থার বেলেঘাটার ঠিকানায় ইন্টারভিউ দিতে উপস্থিত থাকতে হবে। ৩০ সেপ্টেম্বর হবে ইন্টারভিউ। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement