NCERT Recruitment 2024

কেন্দ্রীয় প্রতিষ্ঠানে কর্মখালি, ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই

কম্পিউটার প্রোগ্রামার এবং জুনিয়র প্রজেক্ট ফেলো পদে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫১
Share:

ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-র তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের প্ল্যানিং অ্যান্ড মনিটরিং ডিভিশনে কম্পিউটার প্রোগ্রামার এবং জুনিয়র প্রজেক্ট ফেলো নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।

Advertisement

ম্যানেজমেন্ট ইনফরমেশন সংক্রান্ত গবেষণা প্রকল্পের জন্য কম্পিউটার প্রোগ্রামার প্রয়োজন। তাই কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার টেকনোলজি বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে আবেদনকারীদের ইলেক্ট্রনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। পদপ্রার্থীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসে ৫০ হাজার টাকা সাম্মানিক হিসাবে দেওয়া হবে।

অ্যানুয়াল রিপোর্ট এবং নিউজলেটার তৈরি সংক্রান্ত প্রকল্পে জুনিয়র প্রজেক্ট ফেলো প্রয়োজন। এ ক্ষেত্রে কম্পিউটার টেকনোলজি কিংবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা কাজের সুযোগ পাবেন। তবে তাঁদের স্নাতকোত্তর স্তরে ৫৫ শতাংশের বেশি নম্বর থাকতে হবে। ডেটা প্রসেসিং নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা এবং মাইক্রোসফট অফিস ব্যবহারে দক্ষতা থাকা প্রয়োজন। আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

Advertisement

সংশ্লিষ্ট কাজে নির্দিষ্ট সময়ের চুক্তির ভিত্তিতে নিযুক্তদের বহাল রাখা হবে। পদপ্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। তাই, আলাদা করে আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। পরিবর্তে সরাসরি নয়া দিল্লির দফতরে ৭ অক্টোবর ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে। ওই দিন প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া ফর্মটি পূরণ করে নিয়ে আসতে হবে। এ ছাড়াও জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং আনুষঙ্গিক শংসাপত্র সঙ্গে রাখতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement