ছবি: এক্স থেকে নেওয়া।
জঙ্গলের রাস্তা ধরে গন্তব্যের দিকে যাচ্ছিলেন এক বাইক আরোহী। মাঝরাস্তায় এক বিশাল দাঁতালের মুখোমুখি হলেন তিনি। হাতির তাড়াও খেলেন। কোনও রকমে প্রাণরক্ষা করলেন তিনি। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মাঝখান দিয়ে একটি পাকা রাস্তা ধরে চলেছে বিশাল দাঁতাল। ওই রাস্তা দিয়ে বাইকে চড়ে যাচ্ছিলেন এক যুবক। হঠাৎ হাতিটির সামনে চলে আসেন তিনি। হাতিকে দেখে ভয়ে দাঁড়িয়ে যান। দাঁতালটি ওই যুবককে দেখে রেগে মাথা নাড়াতে থাকে। তাতেই আত্মারাম খাঁচাছাড়া অবস্থা হয় যুবকের। বাইক নিয়ে পালাতে যান। হাতিটিও ঘুরে ওই বাইক আরোহীকে তাড়া করতে থাকে। বেশ কিছুটা তাড়া করে থেমে যায় হাতিটি। কোনওক্রমে প্রাণ বাঁচান ওই যুবক।
‘হেট ডিটেক্টর’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সোমবার। ওই পোস্ট অনুযায়ী, ঘটনাটি কেরলের ওয়েনাড়ের তিরুনেল্লি জঙ্গলের। ইতিমধ্যেই ভিডিয়োটি বহু মানুষ দেখেছেন। লাইকের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন ভিডিয়ো দেখে। অনেকে আবার ভিডিয়োটি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন।