দি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।
দি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া (আইসিএসআই) কর্মী নিয়োগ করবে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই বিষয়ে বিশদ তথ্য-সহ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, পরামর্শদাতা (কনসালট্যান্ট) পদে কাজ করতে আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া।
কনসালট্যান্ট হিসাবে এক জনকেই নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৪০ বছর হওয়া প্রয়োজন। নিযুক্তের কর্মস্থল হবে হায়দরাবাদ। ইনস্টিটিউট অফ কম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়ার মেম্বার বা বাণিজ্য শাখায় পিএইচডি সম্পূর্ণ করেছেন এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে।
তবে, আইনে স্নাতক হয়েছেন বা অর্থনীতি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি রয়েছে, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন। তবে, পরামর্শদাতা হিসাবে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। নিযুক্তদের প্রতি মাসে ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা বেতন হিসাবে দেওয়া হবে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ৯ ডিসেম্বর। নিয়োগের সমস্ত শর্তাবলি জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।