ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত
ইংরেজি কিংবা গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, এমন প্রার্থীদের জন্য কাজের সুযোগ। কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের অধীনস্থ প্রতিষ্ঠানের তরফে এমন প্রার্থীদের কন্টেট ডেভেলপার পদে নিয়োগ করা হবে।
আইসিএআর-এর অধীনস্থ ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের জ়োনাল টেকনোলজি ম্যানেজমেন্ট অ্যান্ড বিজ়নেস প্ল্যানিং অ্যান্ড ডেভেপমেন্ট ইউনিটে ওই পদে কর্মী প্রয়োজন। উল্লিখিত বিষয় ছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর প্রার্থীদের আবেদনও গ্রহণ করা হবে।
ন্যূনতম দু’বছর প্রার্থীদের কন্টেন্ট রাইটিং বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা প্রকল্পে কাজ করতে হবে। প্রার্থীকে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
নিযুক্ত ব্যক্তি মাসে ৫০ হাজার টাকা পারিশ্রমিক পাবেন। আগ্রহী প্রার্থীরা ১৮ সেপ্টেম্বরের মধ্যে ইমেল মারফত আবেদনপত্র-সহ অন্যান্য নথি পাঠাতে পারেন। বাছাই করা প্রার্থীদের ২৭ সেপ্টেম্বর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদন এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে সবিস্তারে জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।