CSIR NIIST Recruitment 2023

সিএসআইআর অধীনস্থ সংস্থায় কর্মখালি, কারা আবেদন করতে পারবেন? রইল বিশদ

ন্যাশনাল ইনস্টিটিউট ফর দি ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বৈজ্ঞানিক পদে নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২৪
Share:

ন্যাশনাল ইনস্টিটিউট ফর দি ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় সংস্থার অধীনে কাজ করার সুযোগ। ন্যাশনাল ইনস্টিটিউট ফর দি ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বৈজ্ঞানিক পদে নিয়োগ করা হবে। শূন্যপদ ১৩টি।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

বৈজ্ঞানিক পদে রসায়ন, কেমিক্যাল সায়েন্সেস, বায়োকেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড টেকনোলজি, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন, বায়োলজিক্যাল সায়েন্সেস, ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, মাইক্রোবায়োলজি, রবার টেকনোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং— এই সমস্ত বিষয়ে পিএইচডি ডিগ্রি রয়েছে এমন প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। তবে স্নাতকোত্তর প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

Advertisement

বয়স:

আবেদনকারীদের বয়স ৩২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

বেতন:

নিযুক্ত ব্যক্তিরা মাসে ১ লক্ষ ১৩ হাজার ৪৩২ টাকা বেতন হিসাবে পাবেন।

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের জীবনপঞ্জি, শংসাপত্র-সহ অন্যান্য নথি ডাকযোগে জমা দিতে হবে। আবেদন গ্রহণ করা হবে ১০ অক্টোবর পর্যন্ত। নিয়োগ এবং পদ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement