প্রতিনিধিত্বমূলক ছবি।
কাজে ক্রমাগত ভুল ধরা, অকথ্য ভাষায় গালিগালাজ! শুধু তা-ই নয়, মারধরও করতেন সহকর্মী। সেই রাগে ওই সহকর্মীকে কুপিয়ে খুন করলেন এক যুবক। ঘটনার দু’দিন পর গ্রেফতার অভিযুক্ত।
ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। পুলিশ সূত্রে খবর, সহকর্মীকে খুনের ঘটনায় রবিবার অর্জুন শাভতালকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত আদতে অসমের বাসিন্দা। তবে কর্মসূত্র থাকতেন গুরুগ্রামে। অভিযুক্তের কাছ থেকে একটি ছুরি উদ্ধার হয়েছে। অনুমান, সেই ছুরি দিয়েই খুন করা হয়েছে দলীপ কুমার নামে ওই ব্যক্তিকে।
দলীপ বিহারের বাসিন্দা। তিনিও কর্মসূত্রে গুরুগ্রামে থাকেন। সেখানকার একটি গেস্ট হাউসে কাজ করতেন দু’জনে। পুলিশ জানিয়েছে, মৃতের ভাইয়ের অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ফরেন্সিক বিশেষজ্ঞেরা ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছেন।
পুলিশি জেরায় অভিযুক্ত অপরাধের কথা স্বীকার করেছেন বলে খবর। কেন তিনি খুন করেছেন, তা-ও পুলিশকে জানিয়েছেন অর্জুন। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, দলীপ প্রায়ই নানা ভাবে হেনস্থা করতেন অর্জুনকে। সামান্য ভুল হলেও চিৎকার- চেঁচামেচি করতেন। যা নিয়ে হতাশায় ভুগতেন অভিযুক্ত। সেই রাগ থেকেই খুন করার সিদ্ধান্ত নেন তিনি। বচসার মাঝেই রান্নাঘরে থাকা একটি ছুরি দিয়ে দলীপকে কুপিয়ে খুন করেন অর্জুন। পুলিশ অর্জুনের বয়ানের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে।