প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
জিয়োলজি নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেছেন? গবেষণার কাজের অভিজ্ঞতা রয়েছে? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এমন প্রার্থীকে গবেষণার কাজ করার সুযোগ দেবে। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য জানানো হয়েছে হয়েছে। তাতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের জিয়োলজি বিভাগের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে এক জনকে বেছে নেওয়া হবে।
এই কাজের জন্য জিয়োলজিতে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তবে, অ্যাপ্লায়েড জিয়োলজি বা সমতুল কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। নিযুক্ত ব্যক্তিকে রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজির অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে।
মোট এক বছরের চুক্তিতে নিযুক্তকে বহাল রাখা হবে। সাম্মানিক হিসাবে প্রতি মাসে ২০ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। পদপ্রার্থীদের ইমেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য জীবনপঞ্জি-সহ অন্যান্য নথিও পাঠানো প্রয়োজন।
১০ জানুয়ারির আগে আবেদন গ্রহণ করা হবে। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি পাঠানো বাঞ্ছনীয়। ১৫ জানুয়ারি থেকে উল্লিখিত প্রকল্পের জন্য কাজ শুরু হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।