প্রতীকী চিত্র।
ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ইসিআইএল)-এ কর্মখালি। বুধবার এই মর্মে কেন্দ্রের পারমাণবিক শক্তি দফতরের অধীনস্থ এই সংস্থার তরফে একটি নিয়োগ- বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নিযুক্তদের সংস্থার বিভিন্ন বিভাগে প্রশিক্ষণের সুযোগ মিলবে। রয়েছে একাধিক শূন্যপদ। এর জন্য সমগ্র আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে। যা বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় নিয়োগ হবে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার অ্যাপ্রেন্টিস (জিইএ) এবং টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস (টিএ) বা শিক্ষানবিশ পদে। মোট শূন্যপদের সংখ্যা ১৮৭। সংস্থায় ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স এবং ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশনের মতো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে নিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলবে এক বছর ধরে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে শুরু প্রশিক্ষণ।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য কিছুটা ছাড় থাকবে। প্রতি মাসে জিইএ এবং টিএ পদে নিযুক্তদের বৃত্তি দেওয়া হবে ৯,০০০ টাকা এবং ৮,০০০ টাকা।
জিইএ পদে আবেদনের জন্য প্রার্থীদের এআইসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট ক্ষেত্রে বিই বা বিটেক কোর্স উত্তীর্ণ হতে হবে। অন্য দিকে, টিএ পদের জন্য আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখায় তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে। তবে প্রতি ক্ষেত্রেই প্রার্থীদের নির্ধারিত যোগ্যতা অর্জন করা প্রয়োজন ২০২২ থেকে ২০২৪-এর মধ্যে।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। রেজিস্ট্রেশনের পর তাঁদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্যান্য নথি জমা দিতে হবে। আগামী ১ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর তাঁদের যোগ্যতা উপর নির্ভর করে এবং নথি যাচাইয়ের মাধ্যমে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে ৪ ডিসেম্বর। এই বিষয়ে বাকি তথ্য জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।